ঈদ সামগ্রী বিতরণ
ওয়াজ মাহফিল ২০২৪
সামাজিক সচেতনতায় প্রচারণা
দূর্যোগকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম
ঈদ সামগ্রী বিতরণ
ওয়াজ মাহফিল ২০২৪
সামাজিক সচেতনতায় প্রচারণা
দূর্যোগকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম

চন্দনপুর কর্জে হাসানা ফাউন্ডেশন

কর্জে হাসানা প্রতিষ্ঠা করি, সুদমুক্ত সমাজ গড়ি

সুদভিত্তিক লেনদেনের এই যুগে ইসলামের সুন্দর ব্যবস্থা কর্জে হাসানা কে পুনরুজ্জীবিত করতে চন্দনপুর কর্জে হাসানা ফাউন্ডেশন কাজ করছে। আল্লাহর সন্তুষ্টি কে একমাত্র লক্ষ্য রেখে আমরা গরীব-দুঃখী মানুষের মাঝে সুদমুক্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকি।

আমাদের স্লোগান কর্জে হাসানা প্রতিষ্ঠা করি, সুদমুক্ত সমাজ গড়ি। শিক্ষা, চিকিৎসা ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তার পাশাপাশি আমরা শরীয়াহ সম্মত তিনটি ফান্ড/তহবিল পরিচালনা করি।

কেন আমাদের সাথে যুক্ত হবেন?

আল্লাহর ওয়াদাকে স্মরণ করি: "কে আল্লাহকে উত্তম ঋণ দেবে, যা তিনি বহুগুণে বাড়িয়ে দেবেন?"(সূরা বাকারা: ২৪৫)

এই পবিত্র কাজে আপনার সাধ্যমত অংশগ্রহণ করুন।

আমাদের ফান্ডসমূহ

ফটো গ্যালারী

সাধারণ জিজ্ঞাসাসমূহ

উত্তর: না। কর্জে হাসানা একটি সুদমুক্ত ঋণদান সংস্থা। আপনি যত টাকা ঋণ নিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ঠিক সেই পরিমাণ টাকাই ফেরত দিবেন, এর চেয়ে এক পয়সাও বেশি না।

উত্তর: আমরা বিত্তবান মানুষদের কাছ থেকে দান সংগ্রহ করি। এই দান দিয়েই সুদ গ্রহণ না করার কারণে সৃষ্ট ক্ষতিগুলো পূরণ করা হয়।

উত্তর: জি, পারবে। তবে বর্তমানে আমাদের ফান্ড সীমিত হওয়ায় আপাতত শুধু চন্দনপুর গ্রামে ঋণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ পরিধি বাড়ানো হবে।

উত্তর: আপাতত ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।

উত্তর: ১,০০০–৫,০০০ টাকা ঋণের জন্য: সর্বোচ্চ ২ মাস। ৬,০০০–১০,০০০ টাকা ঋণের জন্য: সর্বোচ্চ ১ মাস।

উত্তর: আমাদের সদস্য হতে চাইলে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। সদস্য হওয়ার সময় ন্যূনতম ১,০০০ টাকা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী এককালীন অনুদান দিতে হবে।

উত্তর: না, বর্তমানে মাসিক চাঁদা ব্যবস্থা চালু হয়নি। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী চালু হতে পারে।

উত্তর: না। এটি আল্লাহর রাস্তায় দেওয়া দান, ফলে ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। তবে এই দান সদকায়ে জারিয়া হিসেবে আপনার জন্য সদা সওয়াবের উসিলা হবে ইনশাআল্লাহ।

উত্তর: নির্দিষ্ট সময়ের জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা আমানত রাখতে পারবেন। সেই টাকাই আমরা সুদমুক্ত ঋণ হিসেবে প্রদান করি এবং সময় শেষে আপনার আমানত ফেরত দেওয়া হয়।

উত্তর: না। আপনি লাভ পাবেন না, আবার ক্ষতির আশঙ্কাও নেই। আপনি যত টাকা জমা রাখবেন, সময় শেষে ঠিক সেই টাকাই ফেরত পাবেন।

উত্তর: আমরা যাকাত ফান্ডে সংগৃহীত অর্থ দিয়ে ঋণগ্রহীতা যদি মারা যান বা একেবারে পরিশোধে অক্ষম হন, তাহলে যাচাই-বাছাই করে সেই ঋণ পরিশোধ করা হয়। পাশাপাশি, প্রকৃত যাকাতের হকদারদের মাঝেও যাকাত বিতরণ করা হয়।

উত্তর: চন্দনপুর কর্জে হাসানা ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। চাইলে চন্দনপুর কর্জে হাসানার শাখা হিসেবেও আপনার এলাকায় কার্যক্রম চালু করা সম্ভব ইনশাআল্লাহ।